• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০


মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১, ১১:৪৫ এএম
পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা, আহত ২০

পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা লেগেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী রো রো ফেরি শাহ জালালের। এতে ফেরিটির ২০ যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে রওনা দিয়ে শিমুলিয়া ঘাটে আসছিল।

রো রো ফেরি শাহ জালালের চালক আব্দুল রহমান জানান, ‘ফেরির ইলেকট্রনিক সিস্টেম হঠাৎ ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। নদীতে তীব্র স্রোতের থাকায় ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে।’

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) বিআইডব্লিউটিসি কর্মকর্তা ফয়সাল আহম্মেদ জানান, ফেরি শাহজালাল পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ধাক্কা খায়। তবে চালক দ্রুত ফেরিটি নিয়ন্ত্রণে নেওয়ার কারণে বড় কোনো বিপদ ঘটেনি। ফেরিটির তেমন কোনো ক্ষতি হয়নি।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!