জয়পুরহাটের আক্কেলপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধনী ফুটবল খেলায় অংশ নিতে আসার পথে শ্যালো মেশিনচালিত ভটভটি উল্টে এক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে আক্কেলপুর-শ্রীরামপুর সড়কের শ্রীরামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহত সবাই উপজেলার তিলকপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। আহতদের আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাকসুদুল আলম আকন্দ বলেন, ভটভটি উল্টে আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনজন শিক্ষার্থীর হাত-পা ঝলসে গেছে। তবে সবাই শঙ্কা মুক্ত।
আহত শিক্ষার্থী স্বর্ণা পাহান বলে, “আমরা সবাই ভটভটিতে আসছিলাম। আমাদের সঙ্গে কোনো শিক্ষক ছিলেন না। সড়ক ফাঁকা ছিল। চালক দ্রুত মোড় ঘোরাতে গিয়ে ভটভটি উল্টে যায়।”
তিলকপুর আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাইমা খাতুন বলেন, “তিলকপুর-আক্কেলপুর সড়কের কাঁঠালবাড়ি এলাকায় সেতু নির্মাণ করা হচ্ছে। বিকল্প সড়ক নতুন করে নির্মাণ না হওয়ার কারণে এক মাসের অধিক সময় ধরে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমরা ভটভটি নিয়ে বিকল্প পথে আসার সময় সেটা উল্টে যায়।”
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, “আক্কেলপুর মুজিবর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা পর্যায়ে স্কুল-মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে আমাদের বিদ্যালয়ের খেলা ছিল। আমাদের বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী খেলায় অংশগ্রহণ করতে ভটভটি যোগে যাচ্ছিল। আমরা ওই ভটভটির পেছন-পেছন যাচ্ছিলাম। হঠাৎ শ্রীরামপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।”
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।