বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুর রাজ্জাক (৩৫) নিহত হয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ভবানিপুর ইউনিয়নের ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের মহিপুর কলোনী মুন্সিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, আব্দুর রাজ্জাক সকালে ঢাকা থেকে মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসছিল। বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা বটতলা এলাকায় পৌঁছলে বিপরিতমুখী সিরাগঞ্জগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্টো গ ৩৫-৯৯১৪) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাজ্জাক নিহত হন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারটি জব্দ এবং লাশ উদ্ধার করেন।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ একেএম বানিউল আনাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাইভেটকার ও মোটরসাইকেল দুইটি তাদের হেফাজতে রয়েছে। লাশ পরিবারের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।




































