• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেপ্তার


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ০৫:৪০ পিএম
ফরিদপুরে বিএনপির ১১ নেতাকর্মী গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (৪৯), জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু (৩৬), লোহাগাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামু আলম (৪৮), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান (২৮), জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুল ইসলাম (৪৫), ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ পলাশ আলী (৪৫), ইতনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আরমান শেখ (৩০), জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিরন মৃধা (৩০), মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি খিজির আহম্মেদ (৫৮) এবং ইতনা ইউনিয়নের ওয়ার্ড যুব দলের সভাপতি মাসুম শেখ (৩০)।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের শুক্রবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

Link copied!