বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের মধ্যে বেনাপোলে উচ্চপর্যায়ের সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত এই সভায় সীমান্তে হত্যা, মাদক পাচার ও চোরাচালান বন্ধসহ বিভিন্ন সমস্যা নিরসনে ঐকমত্যে পৌঁছায় বিজিবি-বিএসএফ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো. খসরু রায়হান।
মো. খসরু রায়হান জানান, সভায় সীমান্তে হত্যা বন্ধ, অবৈধ পারাপার, মাদক পাচার, চোরাচালান ও পণ্য পাচার বন্ধে বিজিবি-বিএসএফ একমত পোষণ করেছে। এ ছাড়া বাংলাদেশ-ভারত ১৯৭৫ সালের সীমান্ত চুক্তির আলোকে যেকোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান এবং সীমান্তে শান্তিশৃঙ্খলা রক্ষায় অবৈধ স্থাপনা নির্মাণ ও উন্নয়নমূলক কাজের সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
এর আগে সকালে ভারতের ডিআইজি সাউথ বেঙ্গল কলকাতা তারানী কুমারের নের্তৃত্বে ২১ সদস্যের একটি টিম বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসে। এ সময় বিজিবি খুলনার সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী ও যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের সিও লে. কর্নেল সাইফুদ্দিন সিদ্দিকীসহ দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশের বেনাপোলে আসে বিএসএফের দলটি। তাদের অভ্যর্থনা জানিয়ে সীমান্তের ২ কিলোমিটার দূরে বেনাপোল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এরপর বেনাপোল বিজিবি ক্যাম্পে সভা অনুষ্ঠিত হয়। মধ্যাহ্নভোজের পর বিকেল ৪টায় এই সীমান্ত সমন্বয় সভা শেষ হওয়ার কথা রয়েছে।



































