• ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৭

বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে প্রাণ গেল লাইনম্যানের


শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৪, ০৮:২২ পিএম
বৈদ্যুতিক সংযোগ ঠিক করতে গিয়ে প্রাণ গেল লাইনম্যানের

শরীয়তপুরের জাজিরায় বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৪) নামের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে জাজিরা পৌরসভার দক্ষিণ বাইকশা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম ফরিদপুর জেলার দাঙ্গি ইউনিয়নের মোশাউজান এলাকার রফিক মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার দুপুরে পৌরসভার দক্ষিণ বাইকশা আলাউদ্দিন ঢালীর বাড়ির উত্তর পাশে বৈদ্যুতিক সংযোগ মেরামতের কাজ করছিলেন রবিউল ইসলাম ও তার সহকর্মীরা। এসময় অসতর্কতাবসত রবিউল বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। পরে তাকে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা দ্রুত উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে রবিউল ইসলাম নামের এক বিদ্যুৎকর্মীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!