কক্সবাজারের কলাতলি বাইপাস সড়কের নতুন জেলগেট এলাকায় দুটি প্রাইভেট গাড়ি তল্লাশি চালিয়ে ১ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এ সময় একজন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তি হলেন রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর খুনিয়াপালং গ্রামের ছৈয়দ আলমের ছেলে সাহাব উদ্দিন।
ডিবি পুলিশ জানায়, ইয়াবাগুলো কৌশলে প্রিমিও মডেলের কার যোগে টেকনাফ থেকে আনা হয়েছিল। পরে ওই স্থানে গিয়ে প্রিমিও কার থেকে নোহা গাড়িতে স্থানান্তরের সময় বিষয়টি ডিবির নজরে আসে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, মাদক পাচারকারী চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে। তাদেরও আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।





































