• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২, ১০ সফর ১৪৪৬

কাচালং নদীতে দুই নৌকার সংঘর্ষে নিহত ১


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২২, ১১:৪২ এএম
কাচালং নদীতে দুই নৌকার সংঘর্ষে নিহত ১

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মোরঘোনা ছড়া এলাকায় কাচালং নদীতে দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে রাম কুমার চাকমা (৬৭) নামের এক মাঝি নিহত হয়েছেন। এই ঘটনায় অনন্ত চাকমা (৫০) নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন।

নিহত মাঝি রাম কুমার চাকমা উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী গ্রামের মৃত হরি কিশোর চাকমার ছেলে।

শনিবার (১ অক্টোবর) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খেদারমারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিল্টু চাকমা বলেন, দুপুরে কাচালং নদীর মোরঘোনা ছড়া এলাকায় দুই নৌকার মুখোমুখি সংঘর্ষ হয়। কচুছড়ি দিক থেকে আসা দ্রুতগামী নৌকা রাম কুমার চাকমার নৌকায় সামনে থেকে সজোরে ধাক্কা দিলে পড়ে গিয়ে দুজনেই পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তা অনন্ত চাকমাকে জীবিত উদ্ধার করা গেলেও মৃত অবস্থায় উদ্ধার করা হয় রাম কুমার চাকমাকে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান বলেন, “বিষয়টি আমরা শুনেছি। এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় মরদেহ দাহকর্ম শেষ করেছে।”
 

Link copied!