• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মাদারীপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩, ০৭:২১ পিএম
মাদারীপুরে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২০

মাদারীপুরে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। শনিবার (৪ নভেম্বর) বিকেলে মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মারুফ রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে একটি বালুবাহী ট্রাক বরিশালের দিকে এবং সাকুরা নামে একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে সমাদ্দার এলাকায় আসলে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। এছাড়াও কমপক্ষে ২০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর ও রাজৈরের বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সাকুরা পরিবহনের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান বলেন, বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী সাকুরা পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে এক নারী মারা গেছেন।

Link copied!