• ঢাকা
  • শুক্রবার, ০৬ ডিসেম্বর, ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ৫ জমাদিউস সানি ১৪৪৬

যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১০:০৮ এএম
যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যা

নোয়াখালীতে যৌতুকের টাকার জন্য শিরিন আক্তার (২০) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে।

বুধবার (২৪ নভেম্বর) ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূর মৃত্যু হয়।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর, শাশুড়ি, ভাশুর মারধর করেন। বুধবার ওই গৃহবধূ নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সুধারাম থানার পুলিশ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে গৃহবধূ মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকজন হাসপাতাল থেকে পালিয়ে যান বলে জানা গেছে।

Link copied!