ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় দুজন ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (৩০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত এই সাতজনের মৃত্যু।
সোমবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।
করোনায় মৃতরা হলেন ময়মনসিংহ সদরের হালিমা খাতুন (৩৫) ও নেত্রকোনা সদরের হোসনে আরা (৬২)।
উপসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহের গৌরীপুরের নূর হোসেন (৫৫), সাত্তার খান (৫৫), গফরগাঁওয়ের শামসুন্নাহার (৮৫), নেত্রকোনা দুর্গাপুরের জয়নব বানু (৭০) ও জামালপুর ইসলামপুরের করিমন (৫২)।
আইসিইউতে ১২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ১৭৫ জন রোগী চিকিৎসাধীন। হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন।