• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র ১৪৩০, ২৬ রমজান ১৪৪৬

পানিতে ডুবে শিশুর মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১, ০৬:২৮ পিএম
পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া সুলতানা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে সদরের ডাবরভাঙ্গা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত শিশু সাদিয়া একই এলাকার সাদেকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সাদিয়া বাড়ির উঠানে খেলা করছিল। এসময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর পরিবারের লোকজন সাদিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির করে। এক পর্যায়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় পুকুরে নেমে সাদিয়াকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। এর দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Link copied!