চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতিসহ চার মামলার পলাতক আসামি যুবলীগ নেতা বদরুল ইসলাম শিবলুকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ আগস্ট) উপজেলার মলিয়াইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শিবলু পজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়ার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।
জানা গেছে, শিবুল চরাঞ্চলের একসময়ের ত্রাস খান গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে যান। পরে সাহেরখালী ইউনিয়ন যুবলীগের দায়িত্ব পান। এরপর থেকে তিনি সাহেরখালী, মঘাদিয়া উপকূলীয় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।
মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা বলেন, “কেউ যদি অপকর্ম করে সেটা তার ব্যক্তিগত বিষয়। কারো অপকর্মের দায়ভার সংগঠন নেবে না।”
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশ গুপ্ত জানান, গ্রেপ্তার শিবলুর বিরুদ্ধে থানায় ১টি ডাকাতি, দুটি চুরি ও ১টি মারামারির মামলা রয়েছে। রোববার আজ (৮ আগস্ট) তাকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।




































