ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে ট্রাকচাপায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ঝিনাইদহের শৈলকুপা থানার মির্জাপুর গ্রামের নাসির উদ্দিন (৪৫) ও তার ছোট ভাই ওয়াজি উল্লাহ (২৬)।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে নাসির উদ্দিন এবং ওয়াজি উল্লাহ ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। সে সময় বাথুলী স্ট্যান্ডে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দ্রুত গতিতে আসা ট্রাক তাদের চাপা দেয়। এরপরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।