• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

গ্যাসের চুলায় দগ্ধ একই পরিবারের ৬ জন


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৯:৫৮ এএম
গ্যাসের চুলায় দগ্ধ একই পরিবারের ৬ জন

চট্টগ্রামের কাট্টলিতে গ্যাসের চুলার লিকেজ থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন।

সোমবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে নগরীর উত্তর কাট্টলী এলাকার ছয়তলা ভবনের একটি ফ্ল্যাটে এই অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- সাজেদা বেগম, শাহজাহান শেখ, দিলরুবা বেগম, জীবন শেখ, স্বাধীন শেখ ও মাহি আক্তার।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানান, গ্যাসের লাইন লিকেজ থেকে এ ঘটনা ঘটে। ফ্ল্যাটের একটি কক্ষ বন্ধ ছিল। রাতে ইলেকট্রিক ব্যাট দিয়ে মশা মারতে গেলে জমে থাকা গ্যাস থেকে আগুন ধরে যায়। 
 

ওসি জহির আরও জানান, দগ্ধদের মধ্যে কেউ ৮০ ভাগ এবং কেউ ৪০ ভাগ পর্যন্ত দগ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

Link copied!