খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) উপ-কেন্দ্রসহ আলাদা তিনটি প্রতিষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ অক্টোবর) বেলা ১১টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় আট হাজার শিক্ষার্থী অংশ নেন। করোনা ও শিক্ষার্থীদের অর্থ, সময় সাশ্রয়ের লক্ষ্যে ঢাকার বাইরে খুলনাসহ সাতটি বিভাগীয় শহরে এ ভর্তি পরীক্ষা নেওয়া হয়।
খুলনার অন্য পরীক্ষা কেন্দ্রগুলো হচ্ছে খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ, রেভারেন্ড পলস্ হাইস্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউট। একই কেন্দ্রে ২ অক্টোবর ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর ‘চ’ ইউনিট, ২২ অক্টোবর ‘গ’ ইউনিট ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
এদিকে ঢাবির ভর্তি পরীক্ষা খুলনায় বসে দিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের মতে, ঢাকায় পরীক্ষা দিতে গেলে দুদিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়। যাতায়াতে ভোগান্তি হয়রানিতে পড়তে হয়। তবে খুলনায় পরীক্ষা হওয়ায় অর্থ-সময় সাশ্রয় হয়েছে।
পরীক্ষা গ্রহণের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সন্তুষ্টির কথা জানিয়ে খুবি উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া দেখতে ঢাবি প্রতিনিধিরা এসেছিলেন। কিন্তু সার্বিক পরিচালনা খুবি করেছে। এটাকে নিজেদের পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থীরা এক্ষেত্রে যে উপকৃত হয়েছে সেটা যেন অব্যাহত থাকে।