• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রেফারিকে লাথি দিয়ে শাস্তির মুখে জামাল ভূঁইয়া


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৯:৩৫ এএম
রেফারিকে লাথি দিয়ে শাস্তির মুখে জামাল ভূঁইয়া

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জামাল ভূঁইয়ার বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নিতে যাচ্ছে। সাইফ স্পোর্টিংয়ের অধিনায়ক জামালের বিরুদ্ধে অভিযোগ, তিনি রেফারিকে লাথি দিয়েছেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে জামালকে। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে তাকে।

প্রিমিয়ার ফুটবল লিগে ঘটনাটি ঘটেছে গত শনিবার। ওই দিন ম্যাচে শেখ রাসেলের কাছে হেরেছে সাইফ স্পোর্টিং। রেফারি বিতর্কিত একটা পেনাল্টি দিলে হেরে যায় সাইফ। ম্যাচ শেষে রেফারিকে ক্লাবটির খেলোয়াড়রা ঘিরে ধরলে ভিড়ের মধ্যে সেখানেই নাকি জামাল রেফারিকে লাথি দেন।

এছাড়া ঘটনার সঙ্গে জড়িত কর্মকর্তা এবং অন্য খেলোয়াড়দের বিপক্ষে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এর ব্যাখ্যা চেয়েছে বাফুফে। যদিও অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন জাতীয় দলের এই অধিনায়ক।

খেলা বিভাগের আরো খবর

Link copied!