কলকাতায় ভারতের অনুর্ধ-১৯ এ ও বি দলের বিপক্ষে ত্রিদলীয় টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতেছে বাংলাদেশের যুবরা। ফাইনালে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে মাত্র ৫৩ রানে গুটিয়ে দিয়ে ১৮১ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
বৃষ্টির কারণে ৪২ ওভারের খেলা চলে কলকাতার ইডেন গার্ডেনে। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত অনূর্ধ্ব-১৯ বি দল।
আগে ব্যাট করে বাংলাদেশ সংগ্রহ করে ২৩৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন আইচ মোল্লা। ৯১ বলে ৯৩ রান করে রান আউট হন তিনি। ৫৮ বলে ৫০ রান করেন আশিকুর জামান। ২টি করে উইকেট নেন ভারতের রবি কুমার, অউম কানাবার ও শ্বাশ্বত দঙ্গল।
২৩৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমেই চাপে পড়ে ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দল। যুবাদের বোলিং তোপে ৫৩ রানে অলআউট হয় স্বাগতিক দল। সর্বোচ্চ ২৬ রান করেন উদয় সাহারান। বাংলাদেশের পক্ষে ১৬ রান দিয়ে ৪ উইকেট নেন স্পিনার নাইমুর রহমান নয়ন।