অস্ট্রেলিয়ান কিংবদন্তি উইকেটকিপার রডনি মার্শ শুক্রবার (৪ মার্চ) সকালে মারা যান। তার মৃত্যুর ১২ ঘণ্টা পর হার্ট অ্যাটাকে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন আরেক কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন। অজি দুই কিংবদন্তির মৃত্যুতে গোটা ক্রিকেট বিশ্ব এখন শোকে কাতর।
এই দুই কিংবদন্তি ক্রিকেটারের মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৪ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোকবার্তা জানায়।
শোকবার্তায় বলা হয়, অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তিকে স্মরণ করে শনিবার (৫ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে ১ মিনিট নীরবতা পালন করা হবে।
বিশ্ব ক্রিকেটের স্পিন জাদুকর ওয়ার্ন তার জীবনে ক্রিকেটের বাইরে নানা আলোচনা-সমালোচনায় ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তার সবশেষ পোস্টে প্রয়াত রড মার্শের মৃত্যুতে শোক জানান। সহযোদ্ধাকে হারানোর শোক ১২ ঘণ্টা না যেতেই নিজে পাড়ি জমালেন না ফেরার দেশে।
এই দুই কিংবদন্তির মৃত্যুতে ক্রিকেট বিশ্ব ও নানা পেশার মানুষ বিভিন্নভাবে তাদের শোক প্রকাশ করছেন।