আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর শুরু হতে সপ্তাহও বাকি নেই। এরই মধ্যে আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস বড় ধাক্কা খেয়েছে। চোটে পড়ে দলটি থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের গতিময় তারকা পেসার মার্ক উড। আইপিএলের মেগা নিলামে সাড়ে ৭ কোটি রুপিতে এই পেসারকে দলে ভিড়িয়েছিল নবাগত ফ্রাঞ্চাইজিটি।
উডের ইনজুরিতে তার বদলি এখনো চূড়ান্ত হয়নি লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের। তার জায়গায় ইংল্যান্ডের সাকিব মাহমুদ ও অজি অ্যান্ড্রু টাইয়ের কথা শোনা গেলেও এখনো চূড়ান্ত হয়নি। এদিকে ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রীড়া বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন, লক্ষ্ণৌতে উডের বদলি হতে পারেন শরিফুল ইসলাম।
শনিবার (১৯ মার্চ) নিজের ইউটিউব চ্যানেলে আকাশ বলেন, ‘‘শরিফুল ইসলাম? বিপিএলে সে ভালো করেছে। কঠিন কিছু ওভার করেছে। শুরুর দিকে কিছুটা কম, তবে শেষ দিকে সে ভালো কিছু ওভার করেছে। শরিফুল ইসলাম যদি উইকেট নেয়, তাহলে সে ভালো বিকল্প হতে পারে।’’
সেক্ষেত্রে আকাশ চোপড়ার এ পরামর্শ নজরে আসলে নবাগত দলটির স্কোয়াডে যুক্ত হতে পারেন শরিফুল। ২০২০ সালে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিল বাঁহাতি এই পেসারের। সেবার ফাইনালে ভারতের বিপক্ষে দারুণ বোলিং করার সঙ্গে নিয়েছিলেন উইকেটও। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছিল এই পেসারের আগ্রাসনী মনোভাব।
এরপর শরিফুল দেশের মাটিতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে জাতীয় দলে জায়গা পাকাপোক্ত করে ফেলেছেন। সর্বশেষ এক বছরে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং আবু জায়েদ রাহিদের সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে তিন ফরম্যাটে খেলছেন শরিফুল। এই অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছেন বাংলাদেশের পেস ত্রয়ীর অন্যতম একজন।
এদিকে এবারের আইপিএলে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন শুধু মোস্তাফিজ। দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন ক্যাটার মাষ্টার ফিজ। তবে সাদা বলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনেনি কোনো ফ্রাঞ্চাইজি। ফলে শরিফুল যদি আইপিএলে সুযোগ পেয়েই যান, তবে বাংলাদেশের জন্য এক নতুন চমক হিসেবেই ধরতে হবে।