বিশ্বকাপে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা তাদের পুরনো দুর্বলতা কাটিয়ে উঠতে ব্যর্থ হল আরেকবার। স্বল্প পুঁজিতে ভালো বল করেও শেষ পর্যন্ত অজিদের আটকাতে পারল না রাবাদারা। সুপার ১২ এর প্রথম ম্যাচে তাদের ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে অস্ট্রেলিয়া।
১১৯ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে স্মিথ, ম্যাক্সোয়েলের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত স্টোইনিস আর ওয়েডের জুটিতে দ্রুত রান তুলে জয় ছিনিয়ে নেয় অজিরা। সর্বোচ্চ ৩৪ বলে ৩৫ রান করেন অভিজ্ঞ স্টিভ স্মিথ।আর ৪ ওভারে মাত্র ১৯ রানের বিনিময়ে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।
শনিবার টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১১৮ রান তুলে প্রোটিয়ারা। আবু ধাবিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলীয় বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা।
মিচেল স্টার্ক ও জস হ্যাজেলউডদের দাপটের সামনে কোনো প্রোটিয়া ব্যাটারই সেইভাবে দাঁড়াতে পারেননি। একমাত্র ব্যতিক্রম অ্যাডেইন মার্করাম। চারে নেমেই এই ব্যাটার ৩৬ বলে ৪০ রান করেন। এটাই প্রোটিয়া ইনিংসে সর্বোচ্চ রান।
দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ডেভিড মিলারের ব্যাট থেকে। ছয়ে নেমে মিলার করেছেন ১৬ রান। দুই অংকে পৌঁছানো অন্য তিন ব্যাটার টেম্বা বাভুমা (১২), হেনরিখ ক্ল্যাসেন (১৩) ও কাগিসো রাবাদা (১৯*)।
অস্ট্রেলিয়ার হয়ে দুইটি করে উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড ও অ্যাডাম জাম্পা। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স।
এ নিয়ে টি-টোয়েন্টিতে দুই দল ২৩ বার মুখোমুখি হল। এর মধ্যে ১৪ ম্যাচ জিতে জয়ের পাল্লা ভারিই থাকল অস্ট্রেলিয়ার। একই সঙ্গে প্রথম টি২০ শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখল দলটি।