• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

জয় পেয়েছে বায়ার্ন, হার আর্সেনাল ও ম্যানইউর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৩, ১২:১৯ পিএম
জয় পেয়েছে বায়ার্ন, হার আর্সেনাল ও ম্যানইউর
গোলের পর উচ্ছ্বসিত বায়ার্ন ফুটবলাররা। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো যাচ্ছে বায়ার্ন মিউনিখের। মঙ্গলবার (৩ অক্টোবর) ড্যানিশ ক্লাব কোপেনহেগেনের বিপক্ষেও ২-১ গোলের জয় পেয়েছে তারা। টানা দুই জয়ে ‘এ’গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বাভারিয়ানরা। অন্যম্যাচে, আর্সেনাল ২-১ গোলে হেরেছে লাঁসের কাছে আর ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-২ গোলে হারিয়েছে তুর্কির ক্লাব গ্যালাতাসারাই।

কোপেনহেগেনের মাঠে বায়ার্ন শক্তির বিচারে এগিয়ে থাকলেও হাড্ডহাড্ডি লড়াই শেষে প্রথমার্ধ গোলশূন্য যায়। দ্বিতীয়ার্ধে আবার সমানে সমানে লড়তে থাকে তারা। ৫৫ মিনিটে সুযোগ কাজে লাগিয়ে ১-০ গোলের লিড নেয় স্বাগতিকরা। স্কোরশিটে নাম তোলেন লুকাস লেরাগার। এর  ১২ মিনিট পর জামাল মুসিয়ালার গোলে সমতায় ফিরে বাভারিয়ানরা। ৮৩ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন ম্যাথিস টেল।

হারের পর হতাশাগ্রস্ত আর্সেনাল খেলোয়াড়রা। ছবি : সংগৃহীত

এদিকে, চ্যাম্পিয়নস লিগে হোঁচট খেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকা আর্সেনালকে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লাঁসে। আর্সেনালের পক্ষে একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস। আর্সেনালের জালে গোল দিয়েছেন আদ্রিয়েন থমাসন ও ইলে ওয়াহি।

ম্যানউইকে হারিয়ে উচ্ছ্বসিত গ্যলাতাসারই ফুটবলাররা। ছবি : সংগৃহীত

অন্যম্যাচে, ওল্ড ট্রাফোর্ডে ১৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের অ্যাসিস্ট থেকে করা গোলে স্বাগতিক দলকে এগিয়ে নেন   রাসমুস হইলুন্দ।  ২৩ মিনিটে উইলফ্রিড জাহার গোলে সমতায় ফিরে গ্যালাতসারে। সমতায় থাকা অবস্থায় বিরতিতে যায় উভয় দল।

আরও একবার ইউনাইটেডকে লিড এনে দেন রাসমুস হইলুন্দ। ৬৭ মিনিটে এ গোলটি করেন ড্যানিশ ফুটবলার। পরের দৃশ্যটা শুধুই গ্যালাতসারের। ৭১ মিনিটে আবার সমতায় ফেরে তারা। ৭৭ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যাসেমিরো। ৭৮ মিনিটে পেনাল্টি মিস করেন ইকার্দি। সেই ইকার্দিই গোল করেন ৩ মিনিট পর। তাতে ৩-২ গোলের জয় নিশ্চিত হয় সফরকারী দলের।

Link copied!