• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের নেতৃত্বে উইলিয়ামসন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:০৩ পিএম
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের নেতৃত্বে উইলিয়ামসন
কেইন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

২৭ ডিসেম্বর নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে।

বিশ্বকাপের পর বাংলাদেশে এসে টেস্ট ক্রিকেট সিরিজ খেললেও ঘরের মাঠে ওয়ানডে সিরিজ থেকে বিশ্রাম পেয়েছিলেন কেইন উইলিয়ামসন। সীমিত ওভারের নিয়মিত অধিনায়ক এবার ফিরেছেন টি-টোয়েন্টি স্কোয়াডে। প্রায় এক বছর পর এই সংস্করণে খেলবেন তিনি।

উইলিয়ামসনের নেতৃত্বেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। বিশ্রাম পার করে তাতে ফিরেছেন টিম সাউদি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসও।

তবে ডেভন কনওয়েকে টি-টোয়েন্টি সিরিজেও দেওয়া হয়েছে বিশ্রাম। চোটের কারণে বিবেচিত হননি লকি ফার্গুসন, ম্যাট হেনরি, হেনরি শিপলি ও মিচেল ব্রেসওয়েল।

গত সেপ্টেম্বরে সর্বশেষ টি-টোয়েন্টি স্কোয়াডের বিচারে ফিরেছেন জিমি নিশাম ও বেন সিয়ার্সও।

২৭ ডিসেম্বর নেপিয়ারে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই ম্যাচ মাউন্ট মঙ্গানুইয়ে।

টি-টোয়েন্টি সিরিজের নিউজিল্যান্ড দল: কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চাপম্যান, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জেমস নিশাম,  গ্লেন ফিলিপিস, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি।
 

Link copied!