• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

সেদিন যা করেছিলাম, সেটা ঠিক হয়নি: মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৩, ০১:৩৪ পিএম
সেদিন যা করেছিলাম, সেটা ঠিক হয়নি: মেসি

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির বিরল রুপ দেখেছিল ফুটবল বিশ্ব। নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচে বেশ কয়েকবারই মেজাজ হারিয়েছেন, প্রতিপক্ষের সামনি হাজির হয়েছেন আগ্রাসী ভঙ্গিতে। তবে বিশ্বকাপ জয়ের এক মাস পর সেদিনকার মেজাজ হারানো নিয়ে আক্ষেপে পুড়ছেন এই ফুটবল যাদুকর।

ম্যাচের আগে নেদারল্যান্ডস কোচ লুইস ফন গালের একাধিক মন্তব্যে এমনিতেই তেতে ছিল আর্জেন্টিনা শিবির। এরপর ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে দুই গোল হজম করে দলটি। ম্যাচের মধ্যে ডাচ খেলোয়াড়দের অপ্রয়োজনীয় স্লেজিংয়ে বেশ কয়েকবারই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার ফুটবলাররা।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ম্যাচ জিতলেও রাগ ঝেড়েছেন মেসি। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই ডাচ কোচ গালের দিকে তেড়ে দিয়ে শুনিয়ে দিয়েছিলেন দু-চার কথা। সেখানেই শেষ নয়, ডাচ ফুটবলার ভেগহোর্স্টের জার্সি বদলের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিলেন মেসি। ম্যাচ শেষে  ভেগহোর্স্টকে বলেছিলেন, ‘তোমার সমস্যা কী? দূর হও!’

বিশ্বকাপের পর এই প্রথম সাক্ষাৎকার দিয়েছেন মেসি। আর্জেন্টিনার রেডিও ‘উরবানা প্লেই’য়ে দেওয়া সাক্ষাৎকারে মেসি ওই দিনের ঘটনা নিয়ে নিজের উপরই বিরক্ত বলে জানিয়েছেন।

মেসি বলেন, “আমি আসলে সেদিন যে আচরণ করেছিলাম, সেটি নিয়ে নিজেই নিজের ওপর বিরক্ত। ভেগহোর্স্টকে সেদিন যা বলেছিলাম, সেটাও ঠিক হয়নি। খুব চাপের সময় এসব হয়। মানুষ অনেক কিছুই করে বসে।”

Link copied!