• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

বৃহস্পতিবার ঢাকায় আসছে বিরাট-রোহিতরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২২, ১২:০১ এএম
বৃহস্পতিবার ঢাকায় আসছে বিরাট-রোহিতরা

তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বৃহস্পতিবার বাংলাদেশে আসবে ভারত জাতীয় দল। সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফর করেছিল ভারত। ওই সিরিজে ওয়ানডে অভিষেক হয়েছিল মোস্তাফিজুর রহমানের। দীর্ঘ সাত বছর পর আবারও বাংলাদেশে আসছে ভারত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে ভারতীয় দল। দলে থাকবেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা।

বাংলাদেশে পৌঁছে পরের দিনই শুক্রবার (২ ডিসেম্বর) অনুশীলন করবে ভারতীয় দল। শনিবারও (৩ ডিসেম্বর) অনুশীলন করবে কোহলি-রোহিতরা। ৪ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ৭ ও ১০ ডিসেম্বর। প্রথম দুই ওয়ানডের ভেন্যু ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

তৃতীয় ওয়ানডে ও প্রথম টেস্ট আয়োজিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ১০ ডিসেম্বরের পর ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২০১০ সালের পর দীর্ঘ এক যুগ বিরতি দিয়ে চট্টগ্রামে টেস্ট খেলবে ভারত।

দ্বিতীয় টেস্ট শুরু হবে ২২ ডিসেম্বর। এই ম্যাচের ভেন্যু ঢাকা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

ভারতের ওয়ানডে স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ, দীপক চাহার ও যশ ধুল।

ভারত টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), স্রিকার ভরত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর। মোহাম্মদ শামী, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

Link copied!