• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপ জিমন্যাস্টিক্সে ব্রিটেনের দুই কিশোরী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৪, ০২:৫১ পিএম
বিশ্বকাপ জিমন্যাস্টিক্সে ব্রিটেনের দুই কিশোরী
এসমে ম্যাথিয়াস এবং বয়সী নাটালিয়া গিলবার্ট। ছবি : সংগৃহীত

ব্রিটেনের সাউথ গ্লুচেস্টারশায়ারের দুই কিশোরী জিমন্যাস্ট আসন্ন বিশ্বকাপে গ্রেট ব্রিটেনের প্রতিনিধিত্ব করবেন। তারা অ্যাক্রোব্যাটিক্সে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।

১৮ বছর বয়সী এসমে ম্যাথিয়াস এবং ১৭ বছর বয়সী নাটালিয়া গিলবার্ট মে মাসে বুলগেরিয়াতে তাদের কোচ শ্যানি-রেড থর্নের সঙ্গে যোগ দেবেন। তারা ইয়েটের কিং এডমন্ড ক্লাবে প্রশিক্ষণ নেয় এবং এক বছরেরও বেশি সময় ধরে একসাথে কাজ করছে।

২০২৩ সালের অক্টোবরে এ জুটি গ্রেট ব্রিটেনের চ্যাম্পিয়নশিপের অল এরাউন্ড ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণ জিতেছেন।

মিস ম্যাথিয়াস বলেছেন, ‘আমি নাতালিয়ার সাথে আমার প্রথম বিশ্বকাপে বুলগেরিয়া যেতে পেরে সত্যিই গর্বিত। সিনিয়র  লেভেলে জিমন্যাস্ট হিসাবে এটি আমার প্রথম অভিজ্ঞতা হবে। তবে আমি কিছুটা নার্ভাস বোধ করছি।’

মিস গিলবার্ট যোগ করেছেন, ‘আমি বুলগেরিয়া যেতে পেরে সত্যিই রোমাঞ্চিত। কারণ এটি আমার জন্য হবে উৎসবের মতো। প্রথম বিশ্বকাপে নতুন নতুন অভিজ্ঞতা।’

তাদের কোচ মিসেস থর্ন বলেছেন, এই প্রথম আমি গ্রেট ব্রিটেনের কোচ হিসেবে দলের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছি।

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!