• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

এক রাতে বার্সা-পিএসজিসহ জয় পেল যারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৩, ১১:০২ এএম
এক রাতে বার্সা-পিএসজিসহ জয় পেল যারা
ম্যানচেস্টার সিটি, বার্সেলোনা ও পিএসজি। ছবি: সংগৃহীত

লিগের খেলার বিরতির মাঝে বুধবার (২৫ অক্টোবর) রাতে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে মাঠে নেমেছিল তিন লিগের তিন জায়ান্ট। তাদের ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে লা লিগা জায়ান্ট বার্সেলোনা ও ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ফরাসি জায়ান্ট পিএসজি এসি মিলানকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিয়েছে।

হালান্ডের জোড়া গোলে ইয়াং বয়েজকে হারিয়েছে ৩-১ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

ইয়াং বয়েজ বনাম ম্যানসিটি ম্যাচে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য স্কোর লাইনে থেকে। পেপ গার্দিওলার শিষ্যরা সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ম্যাচের ৪৮ মিনিটে প্রথম ডেড লক ভাঙে সিটি। রুবেন দিয়াসের হেড গোলরক্ষকের হাত লেগে ক্রসবারে প্রতিহত হলে ফিরতি বলে অনায়াসে জাল খুঁজে নেন আকনজি। চার মিনিট পরেই ইয়াং বয়েজকে সমতায় ফেরান মেশাক এলিয়া।

এরপর ৬৫ মিনিটে স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। এবারের চ্যাম্পিয়নস লিগে এটি তার প্রথম গোল। আর ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন হালান্ড।

এদিকে, চ্যাম্পিয়নস লিগেও দুর্দান্ত পারফরম্যান্স ধরে রেখেছে বার্সেলোনা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে ঘরের মাঠে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেৎস্কে ২-১ ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে জাভির দল। বার্সেলোনার হয়ে ২৮ মিনিটে ফেরান তরেস গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম গোলের ৮ মিনিট পরেই ফার্মিন লোপেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে বার্সা। লা লিগা চ্যাম্পিয়নরা প্রথমার্ধেই ২-০ গোলের লিড নিলে দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়াতে পারেননি। উলটা ৬২ মিনিটে এক গোল হজম করেছে।

জয়ের দেখা পেয়েছে ফরাসি জায়ান্ট পিএসজিও। ইউরোপের অন্যতম সফল দল এসি মিলানকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় ম্যাচে দুর্বল প্রতিপক্ষের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর তৃতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ফরাসি জায়ান্টরা। পিএসজির পক্ষে একটি করে গোল করেন কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি ও লি কাং-লি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!