• ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২, ১৩ সফর ১৪৪৬

এবার বড় অঙ্কের বোনাস পাচ্ছেন টাইগাররা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৪, ২০২৩, ০৮:৩১ পিএম
এবার বড় অঙ্কের বোনাস পাচ্ছেন টাইগাররা

আগেই জানানো হয়েছিল ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করলে আর্থিক বোনাস পাবেন ক্রিকেটাররা। মাঠের ক্রিকেটে সেই শর্ত পূরণ করে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। ফলে এবার তাদের জন্য অপেক্ষা করছে বড় অঙ্কের বোনাস।

সাকিব আল হাসানের দলকে বোনাস দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

মঙ্গলবার (১৪ মার্চ) সিরিজ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়ে নিশ্চিত করেন তিনি।

প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। আর প্রথম সিরিজেই বাংলাওয়াশ করেছেন টাইগাররা। প্রথমবার কোনো বড় দলকে সিরিজ হারালে বা বড় অর্জনে বরাবরই বিসিবি পুরস্কার দিয়ে থাকে। এবার তারই ধারাবাহিকতা রক্ষা করা হলো বলে জানিয়েছেন পাপন।  

পাপন বলেন, “যে কোনো দলের সঙ্গে প্রথমবার কিছু করলে আমরা বোনাস দেই। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম জয় ও সিরিজ জিতেছে টাইগাররা। তাই এবারও বোনাস পাবে।”

বোনাসের পরিমাণ সম্পর্কে এখনই কিছু বলেননি পাপন। তবে পারফরম্যান্স বোনাসটাও আলাদা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, “বিশ্বচ্যাম্পিয়ন প্লাস হোয়াইটওয়াশ। ওরা একটু বেশি চেয়েছে। যেটা ওরা পেয়ে থাকে এটাই পাবে। তবে এবার পারফরম্যান্স বোনাসটাও আলাদা পাবে। তবে এটা কত হবে এখন বলা মুশকিল, কাল-পরশুর মধ্যে তা জানানো হবে।”

Link copied!