টানা তিন ম্যাচ ডাগআউটে বসে থাকার পর অবশেষে অপেক্ষা ফুরোলো মোস্তাফিজুর রহমানের। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন এই বাংলাদেশ বাঁহাতি পেসার। ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করবে দিল্লি।
এই ম্যাচে মোট দুইটি পরিবর্তন এনেছে দিল্লি। ইনজুরিতে ছিটকে গেছেন খলিল আহমেদ। তার জায়গায় আইপিএলের অভিষেক ম্যাচ খেলতে নামছেন ভারতীয় যশ ধুল। এর আগে তড়িঘড়ি করে উড়িয়ে নিলেও প্রথম তিন ম্যাচে মোস্তাফিজকে ডাগআউটেই বসিয়ে রেখেছিল দিল্লি। অবশেষে সুযোগ মিললো তার।
গত আসরেও দিল্লির হয়ে আইপিএল খেলেছেন ফিজ। ওই আসরে ৮ ম্যাচ খেলে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। জায়গা ধরে রাখতে এই ম্যাচেই তাকে দুর্দান্ত কিছু করে দেখাতে হবে।।
এদিকে টানা তিন হারে চলতি আসরে এখন জয়ের স্বাদ পায়নি মোস্তাফিজের দল। প্রথম ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের কাছে ৫০ রানে হারে দিল্লি। দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্স তাদের হারায় ৬ উইকেটে। তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে ৫৭ রানে হেরে পরাজয়ের হ্যাটট্রিক করে দলটি। ঘরের মাঠ অরুন জেটলি স্টেডিয়ামে নিজেদের চতুর্থ ম্যাচটি খেলতে নেমেছে তারা।