• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

আফগানদের হারিয়ে র‌্যাঙ্কিং পুনরুদ্ধার করল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০৪:০৮ পিএম
আফগানদের হারিয়ে র‌্যাঙ্কিং পুনরুদ্ধার করল  বাংলাদেশ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষ হবার পর আইসিসির থেকে পেল সুখবরও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) র‌্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ সাত নম্বরে ছিল। তবে এশিয়া কাপে ভালো করতে না পারায় আটে নেমে যায় টাইগার বাহিনী।এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জিতেই আগের আসন পুনরুদ্ধার করল সাকিব আল হাসানের দল।

রোববার (৮ অক্টোবর) আইসিসির প্রকাশিত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সাতে উঠে আসে বাংলাদেশ। দলটির বর্তমান রেটিং ৯৩। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা লঙ্কানদের রেটিং ৯১ হওয়ায় দাসুন শানাকার দল নেমে গেছে আটে।

ছবি : আইসিসি

শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টায় ভারতের ধর্মশালায় বিশ্বকাপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আফগানিস্তান। ম্যাচটিতে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান সাকিব আল হাসান। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩৭.২ ওভারে ১৫৬ রান তুলতেই সবকটি উইকেট হারায় আফগান বাহিনী। জবাবে ৩৪.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

এ দিকে ১১৬ রেটিং নিয়ে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত। আর ১ রেটিং কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান। এছাড়া ১১২ রেটিং নিয়ে তিনে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ১০৮ পয়েন্ট নিয়ে চারে দক্ষিণ আফ্রিকা ও ১০৪ পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ৬ নম্বরে থাকা ইংল্যান্ডের রেটিং ১০৪।

খেলা বিভাগের আরো খবর

Link copied!