• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০, ১৮ রবিউল আউয়াল, ১৪৪৫

আইসিসির মাস সেরার তালিকায় শান্ত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৫:৪২ পিএম
আইসিসির মাস সেরার তালিকায় শান্ত

গত মাসে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশির টপ অর্ডারের ব্যাটার নাজমুল হাসান শান্ত। সেই সুবাদেই আইসিসির মাস সেরার তালিকায় জায়গা পেয়েছেন এই বাহাতি ব্যাটার। তবে মাস সেরা হতে হলে পেছনে ফেলতে হবে পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং আইরিশ ব্যাটার হ্যারি টেক্টরকে।

গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচেই অবদান রাখেন শান্ত। প্রথমে ম্যাচে খেলেন ৪৪ রানের ইনিংস। যদিও ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যায়। দ্বিতীয় তার ঝোড়ো ১১৭ রানের কল্যাণে ৩২০ রানের লক্ষ্যে ৫ ওভার বাকি থাকতেই জিতে যায় বাংলাদেশ। ওই ম্যাচে ৮৩ বলে পূর্ণ করে নিজের প্রথম শতক। খেলেন ৯৩ বলে ১১৭ রানের কার্যকরী ইনিংস। তৃতীয় ম্যাচে তার অলরাউন্ড নৈপুণ্যে জিতে যায় বাংলাদেশ। ব্যাট হাতে ৩৫ রানের পর বল হাতে নেন এক উইকেট। সিরিজে অসাধারণ ভূমিকার জন্য পান সিরিজ সেরার পুরস্কার। আইসিসির মাস সেরার পুরস্কার শান্তের হাতে উঠে কি না সেটাই দেখার বিষয়। 

Link copied!