• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

আবার পড়ার টেবিলে পাকিস্তান ক্রিকেটের ‘প্রফেসর’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৩, ০৯:১৯ পিএম
আবার পড়ার টেবিলে পাকিস্তান ক্রিকেটের   ‘প্রফেসর’

নিজ দলের সতীর্থ তো বটেই পুরো ক্রিকেট বিশ্বই পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে ডাকে ‘প্রফেসর’ নামে। আদতে তো আর তিন প্রফেসর নয়। তবে কয়েকদিন পর সত্যি সত্যিই হয়তো প্রফেসর হয়ে যাবেন তিনি।

পেশাদার ক্রিকেটের ব্যস্ততায় বিশ্ববিদ্যালয় পর্ব শেষ করা হয়নি হাফিজের। এবার সেই অসমাপ্ত কাজই শেষ করতে চান তিনি। এ কারণেই ভর্তি হয়েছেন বিশ্ববিদ্যালয়ে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) করাচি বিশ্ববিদ্যালয়ের হেলথ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্সের (এইচপিইএসএস) ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হন হাফিজ।

এরপর রাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর খালিদ মাহমুদ ইরাকি ও এইচপিইএসএসের চেয়ারম্যান ডক্টর বাসিত আনসারির সঙ্গেও দেখা করেছেন তিনি।

করাচি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাফিজের ভর্তির ব্যাপারে নিশ্চিত করা হয়েছে।  বিজ্ঞপ্তিতে হাফিজের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে বাকি শিক্ষার্থীরা শিখতে পারবেন বলে আশা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “পাকিস্তানের সরকারি খাতের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরে উচ্ছ্বসিত হাফিজ। তিনি আশা করেন এইচপিইএসএস তাঁর উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্নপূরণে সহায়তা করবে। করাচি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশা, সাবেক পাকিস্তান অধিনায়কের ক্রিকেটীয় অভিজ্ঞতা থেকে শিক্ষার্থীরা উপকৃত হবেন।”

পাকিস্তানের হয়ে ২০০৩ সালে অভিষেক হয় হাফিজের। ৪২ বছর বয়সি এই ক্রিকেটার সব মিলিয়ে পাকিস্তানের হয়ে ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে এবং ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন।

Link copied!