• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

দু’বছর পর জনসমক্ষে টেনিস সুন্দরী কুরনিকোভা, কোথায় দেখা গেল তাকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৫, ০৪:৩১ পিএম
দু’বছর পর জনসমক্ষে টেনিস সুন্দরী কুরনিকোভা, কোথায় দেখা গেল তাকে
আনা কুরনিকোভা। ছবি : সংগৃহীত

টেনিসমহলে উদ্বেগ। রাশিয়ার সাবেক টেনিস সুন্দরী আনা কুরনিকোভা কি অসুস্থ? হুইলচেয়ার বসে থাকা তার কিছু ছবি প্রকাশ্যে আসতেই উঠে এসেছে এই প্রশ্ন।

সপ্তাহান্তে আনা তার তিন সন্তান এবং তাদের বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। ফ্লোরিডার মায়ামির একটি মলে তাকে হুইলচেয়ারে বসে ঘুরতে দেখা যায়। হুইলচেয়ার ঠেলে নিয়ে যাচ্ছিলেন তারই এক বান্ধবী। শুধু তা-ই নয়, তিনি একটি অর্থোপেডিক জুতোও পরেছিলেন। তার পরনে ছিল একটি কালো সোয়েটশার্ট এবং কালো সোয়েটপ্যান্ট। চোখে ছিল রোদচশমা।

আনা সব সময়েই তার ব্যক্তিগত জীবন আড়াল করে এসেছেন। তিনি কেন হুইলচেয়ার ব্যবহার করছেন সে সম্পর্কে কোনও কিছুই বলেননি। তার পর থেকেই জল্পনা আনার শারীরিক অবস্থা নিয়ে। মনে করা হচ্ছে তার পায়ে অস্ত্রোপচার হয়েছে। আঙুলেও‍ ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

২০২৩ সালের পর গত ২৫ জানুয়ারি আনাকে প্রথম জনসমক্ষে দেখা গেল। আনার মেয়ে মারিয়ার পাঁচ বছরের জন্মদিন খুব দূরে নেই। আর সেই উপলক্ষেই তারা কেনাকাটা করতে বেরিয়েছিলেন বলে মনে করা হচ্ছে। তবে আনাকে হুইলচেয়ারে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই উদ্বেগ প্রকাশ করেছেন। সাবেক টেনিস চ্যাম্পিয়ন এর আগে স্বাস্থ্য-সমস্যার সম্মুখীন হয়েছিলেন। ২০০৩ সালে চোটের পর আনা টেনিস থেকে অবসর নেন। তিনি মাত্র ২১ বছর বয়সে পেশাদার টেনিস থেকে অবসর নেন। স্প্যানিশ গায়ক এনরিক ইগলেসিয়াসকে বিয়ে করেন আনা। তাদুইদের তিন সন্তান লুসি, নিকোলাস এবং মারিয়া।

Link copied!