• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভেন ফিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৭:২৭ পিএম
ক্রিকেটকে বিদায় জানালেন স্টিভেন ফিন
স্টিভেন ফিন। ফাইল ছবি

ইংল্যান্ডের একসময় নিয়মিত পেসার ছিলেন স্টিভেন ফিন। দলের তিন অ্যাশেজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই ইংলিশ পেসার সোমবার (১৪ আগস্ট) সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। কারণ, পায়ের গোড়ালির ইনজুরি। যার কারণে মাত্র ৩৪ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানাতে হলো তাকে।

ইনজুরি কাটিয়ে মাত্র কিছুদিন আগেই ইংল্যান্ডের ঘরোয়া লিগে খেলা শুরু করেছিলেন ফিন। কিন্তু গত ৪ আগস্ট বোলিং করার সময় আবারও ইনজুরিতে পড়েন তিনি। এরপর এতদিন ছিলেন চিকিৎসকের পর্যবেক্ষণে। শেষ পর্যন্ত ইনজুরির কারণে ক্রিকেটে ফিনের যে  আর ফেরা হচ্ছে না, সেটা জানিয়ে দিয়েছেন।

নিজের অবসর নিয়ে ফিন বলেন, ‘আজ সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি, যা এখন থেকেই কার্যকর হবে। ১২ মাস ধরে নিজের শরীরের সঙ্গে লড়াই করছি, এর কাছে হার স্বীকার করে নিয়েছি। মিডলসেক্সের হয়ে ২০০৫ সালে অভিষেকের পর থেকেই পেশা হিসেবে ক্রিকেট খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করি। ভ্রমণটা মসৃণ ছিল না, তবে উপভোগ করেছি।’

২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেট দিয়ে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয় স্টিভেন ফিনের। এরপর ইংল্যান্ডকে সাত বছর সার্ভিস দিয়ে গেছেন ডানহাতি এই পেসার। ইংল্যান্ডের হয়ে ১২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফিন। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে তার উইকেট ২৫৪টি। ৩৬ টেস্টে ১২৪টি উইকেট আছে তার। ২০১৩ সাল পর্যন্ত ইংল্যান্ডের হয়ে নিয়মিত টেস্ট খেলেছিলেন তিনি।

২০১০ সালের পর ২০১৬ সালে বাংলাদেশ সফরে আবারও এসেছিলেন ফিন। সেই সিরিজে মিরপুরে ইংল্যান্ডকে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। সেই টেস্টটিও খেলেছেন ফিন। ইংল্যান্ডের হয়ে ২০১৭ সালে শেষবার খেলেন ইংলিশ এই পেসার।

২০০৫ সালে মিডলসেক্সের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক করা ফিন ক্যারিয়ারের প্রায় পুরোটাই সেখানে কাটিয়েছেন। গত বছর সেখান থেকে পাড়ি জমান সাসেক্সে। মৌসুমে তাদের হয়ে ১৯টি ম্যাচ খেলেছিলেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!