বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে।
ফাইনালে ভারতের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে সেমিতে দুই দলই একাদশে পরিবর্তন রেখেছে। এই ম্যাচ দিয়ে আবার স্কোয়াডে ফিরেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। রাউন্ড রবিন লিগে আফগানিস্তানের বিপক্ষে অতিমানবীয় ইনিংস খেলার পর বাংলাদেশের বিপক্ষে বিশ্রামে ছিলেন ম্যাক্সওয়েল। এরপর সেমিতে তিনি মার্কাস স্টয়নিসের পরিবর্তে একাদশে ফিরেছেন। আর স্টার্ক ফিরেছেন শন অ্যাবটের জায়গায়।
দক্ষিণ আফ্রিকা একাদশেও আছে এক পরিবর্তন। দলের নির্ভরযোগ্য পেসার লুঙ্গি এনগিডির বদলে একাদশে ফিরেছেন তাবরাইজ শামসি।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ট্র্যাভিস হেড (উইকেটরক্ষক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজলউড।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি ও তাবরাইজ শামসি।