• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মাঝে মাঝে হারা ভালো, ভারতীয় অধিনায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩, ০৪:০৩ পিএম
মাঝে মাঝে হারা ভালো, ভারতীয় অধিনায়ক
ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ছবি: সংগৃহীত

২০১৭ সালের পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। কয়েকদিন আগেই ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছিলেন তাদের দ্বিতীয় ও তৃতীয় সারির দল যে কোনো দলকে হারাতে সামর্থ রাখে, পারবে যে কোনো টুর্নামেন্টও জয় করতে। কিন্তু ভারতীয়দের মূল টি-টোয়েন্টি দলই এবার পারলো না ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় করতে। আর সিরিজ হারের পর, সুর পাল্টে গেছে দলটির অধিনায়কেরও। তিনি বললেন মাঝে মাঝে হারাও দলের জন্য ভালো। অন্যদিকে, ভারতীয় কোচ রাহুল দ্রাবিড় বললেন, দলের ব্যাটিং লাইনআপে নেই কোন গভীরতা।

রোববার (১৩ আগস্ট) পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের, শেষটিতে মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ৮ উইকেটের সহজ জয় নিয়ে, সিরিজ নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। তারা সিরিজটি ৩-২ ব্যবধান জেতে।

ম্যাচ শেষে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেছেন, ‘মাঝেমধ্যে হারা ভালো। এমন ম্যাচ হারলে অনেক কিছু শেখা যায়। তাছাড়া জয়-পরাজয় তো খেলারই অংশ। এই ম্যাচে জয়-পরাজয় থেকে বেশি গুরুত্বপূর্ণ সকলের ধারাবাহিকতা। সেই জায়গা থেকে ছেলেরা খুব ভালো করেছে। একটি দলে জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ।’

ভারতের দলপতি আরও বলেন, ‘একটি সিরিজ হারলে তেমন কিছু যায় আসে না। আমরা যদি আমাদের লক্ষ্য ঠিক রাখতে পারি তাহলে সাফল্য আসবেই। তাছাড়া বিশ্বকাপ এখনও অনেক দূরে রয়েছে। ম্যাচটি থেকে আমাদের শেখার অনেক কিছু রয়েছে। সামনে ওয়ানডে বিশ্বকাপ রয়েছে। আপাতত সেদিকে নজর দিতে হবে।’

ভারতীয় কোচ রাহুল  দ্রাবিড়।  ছবি: ফাইল ছবি

অন্যদিকে, ম্যাচ শেষে ভারতীয় কোচের কন্ঠে হতাশার বাণী শোনা গেল। দ্রাবিড়ের আক্ষেপ, ওয়েস্ট ইন্ডিজে থাকা দলটি নিয়ে খুব বেশি পরিবর্তনের উপায় ছিল না, ‘আমার মনে হয়, যে স্কোয়াড নিয়ে এখানে এসেছি, সেটায় কম্বিনেশন পরিবর্তন করার মত সুযোগ ছিল না। কিন্তু সামনের দিকে যাবার আগে, আমার ভাবনা, আমাদের এমনসব জায়গায় নজর দেয়া উচিত, যেখানে আমাদের উন্নতির সুযোগ আছে।’

ঠিক কোন জায়গায় উন্নতি করতে চান সেটাও স্পষ্ট ভারতীয় কোচের কাছে, ‘আমাদের ব্যাটিং এর গভীরতা বৃদ্ধির দিকে আমরা মনোযোগ দিচ্ছি। নিজেদের সর্বোচ্চটা দিয়েই আমরা চেষ্টা করছি। তবে নিশ্চিত ভাবেই আমরা খেয়াল করব, নিজেদের বোলিং দূর্বল  না করেও নিজেদের ব্যাটিং লাইনআপ বড় করতে পারবো।’

ব্যাটিং ডেপথের ইস্যুতে প্রতিপক্ষের প্রতি সম্মানও জানিয়েছেন ভারতের কোচ, ‘এসব খেলা যেমন এগোয়, তাতে রানের সংখ্যা ধীরে ধীরে বড় হতেই থাকে। যদি ওয়েস্ট ইন্ডিজের দিকে তাকান, ১১ নাম্বারে নামা আলঝারি জোসেফও বাজে বলে হিট করতে সক্ষম। তাই আপনি বুঝতেই পারছেন, তাদের ব্যাটিং লাইনআপ বড়।’

প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এরপর সিরিজে ঘুরে দাঁড়ায় ভারত। টানা দুই ম্যাচ জিতে সমতায় ফেরে ম্যান ইন ব্লুরা। সুযোগ ছিল টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি ইতিহাসে রেকর্ড গড়ার। তবে সেটি হতে দেননি ক্যারিবীয়ানরা।

Link copied!