ভিসার ফাইফারে বাদ শারজাহ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৩, ০৪:১৫ পিএম
ভিসার ফাইফারে বাদ শারজাহ

ডেবিড ভিসার ফাইফারে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি-২০) থেকে ছিটকে গেছে শারজাহ ওয়ারিয়র্স। গালফ জায়ান্টসের বিপক্ষে জিততে পারলে প্লে অফে ওঠার সুযোগ ছিল শারজাহর সামনে, কিন্তু ভিসা তা হতে দেননি।

টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১০৭ রানে অলআউট হয় শারজাহ। ভিসা ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন ৫ উইকেট। তার হাতে ওঠে ম্যাচ সেরার পুরস্কার।

সর্বোচ্চ ৩২ রান করেন টম কোহলার। ১৯ বলে এই রান করেন তিনি। এ ছাড়া মোহাম্মদ নবী ২১, মার্কাস স্টয়নিস ১৭ ও নূর আহমেদ ১০ রান করেন। আর কেউ দুই অঙ্কের মুখ দেখেননি।

রান তাড়া করতে নেমে ২১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গালফ। আফজাল খান ১৪ ও জেরার্ড এরাসমান ১০ রানে অপরাজিত ছিলেন। সর্বোচ্চ ৩৫ রান করেন গ্র্যান্ডহোম।

১০ ম্যাচে ৭ জয়ে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করে গালফ। অন্যদিকে মাত্র ৩ জয় পেয়ে আইএলটির প্রথম আসর সুবিধা করতে পারেনি শারজাহ।

Link copied!