বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএলে) নিজেদের তৃতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে বাজে আম্পায়ারিংয়ের অভিযোগ তুলেছেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে এই অন্যায়ের বিরুদ্ধে হাত-পা বাঁধা তাদের বলে মন্তব্য করেছেন তিনি।
বরিশালের ১৭৭ রানের জবাবে বেশ ভালো শুরু করেছিল কুমিল্লা। কিন্তু জুটি বড় করার আগেই বরিশালের বোলিংয়ে কাবু হয়ে পড়েন মোহাম্মদ রিজওয়ান, লিটন কুমার দাসরা। অবশ্য খারাপ অবস্থা উতরে একসময় জয়ের স্বপ্নও দেখেছিল টানা তিন ম্যাচ হারা দলটি।
তবে সব ছাপিয়ে কুমিল্লা শিবিরে আফসোস হয়ে থাকল জাকির আলীর এলবিডব্লিউ। তাদের দাবি, লেগ স্টাম্পের দাগ ছুঁয়ে পিচ করা বল মিডল স্টাম্পে হিট করলেও নিয়ম অনুযায়ী আউট হয় না। যদিও তৃতীয় আম্পায়ার রিভিউ দেখেও আউটের সিদ্ধান্তই বহাল রাখেন।
এ ব্যাপারে ম্যাচের পর সংবাদ সম্মেলনে কুমিল্লার কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, "একটা-দুইটা সিদ্ধান্তে ম্যাচের ফলাফল পরিবর্তন হয়ে যেতে পারে। তাই সিদ্ধান্তগুলো আরও বিবেচনা করে দেওয়া উচিত। খালি চোখে আমরা দেখছি নটআউট, টিভি আম্পায়ার আউট দিয়ে দিলো। আমরা যে প্রতিবাদ মুখে বা লিখিত জানাবো, সে উপায়ও তো নাই। আমাদের হাত-পা বাঁধা। তবে আমরা হেরে গেছি, এটাই বড় কথা। এখান থেকে কীভাবে নিজেদের সামনে এগিয়ে নিয়ে যাবো, এটাই মুখ্য বিষয়।"