• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬
বিপিএল ২০২৫

ইফতেখারের হাফ সেঞ্চুরিতে রংপুরের ১৪৩ রান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৫, ০৩:৫৬ পিএম
ইফতেখারের হাফ সেঞ্চুরিতে রংপুরের ১৪৩ রান
হাফ সেঞ্চুরির পর ইফতেখার। ছবি: সংগৃহীত

রংপুর রাইডার্সের প্লে-অফ নিশ্চিত হলেও এখনো প্রথম কোয়ালিয়ারে খেলা নিশ্চিত নয়। হিসাব-নিকেশ ছাড়া যদি তারা প্রথম কোয়ালিফায়ারে খেলতে চায়, তাহলে দুই ম্যাচের একটিতে জিতলেই হবে। এমতাবস্থায় বুধবার চিটাগং কিংসের মুখোমুখি হয় রংপুর। এই ম্যাচে ব্যাটিংটা ভালো হয়নি নুরুল হাসান সোহানের দলের।

পাকিস্তানি ব্যাটার ইফতেখার আহমেদের লড়াইকু ফিফটিতে কেবল মান বাঁচানো পুঁজি পেয়েছে রংপুর। ৫ উইকেটে তুলেছে ১৪৩ রান। অর্থাৎ জিততে হলে চিটাগংকে করতে হবে ১৪৪ রান।

রংপুরের ইফতেখার ৪৭ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৬৫ রান করেন। সৌম্য সরকার ২৩ ও মেহেদি হাসান অপরাজিত ২২ রান করেন।

চিটাগংয়ের খালেদ ২টি এবং শরিফুল ও শামিম ১টি করে উইকেট পান।

একদিন বিরতি দিয়ে আবার শুরু হয়েছে বিপিএল। শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতেছেন চিটাগংয়ের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

শেষ চারে জায়গা করে নিতে দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালসের সঙ্গে প্রতিযোগিতা করছে চিটাগং কিংস। টেবিলের শীর্ষে থাকা রংপুরের পয়েন্ট ১০ ম্যাচে ১৬। ৯ ম্যাচে ১০ পয়েন্টের মালিক চিটাগং আছে টেবিলের ৪ নম্বরে।

Link copied!