• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

হেনরি-এজাজের রেকর্ড জুটির পর চাপে পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৮:০০ পিএম
হেনরি-এজাজের রেকর্ড জুটির পর চাপে পাকিস্তান
ছবি: সংগ্রহীত

নিউজিল্যান্ডের ক্রিকেটার ম্যাট হেনরির মূল কাজটা বল হাতে। প্রতিপক্ষের ব্যাটারদের দ্রুত ড্রেসিংরুমের পথ দেখাবেন, তার উপর এমনই আশা করে টিম ম্যানেজমেন্ট। তবে করাচিতে আজ ব্যাট হাতে সেই হেনরিই ঢুকে গেলেন রেকর্ডবুকে।

সাত মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার ম্যাচে দশম উইকেটে এজাজ প্যাটেলকে নিয়ে হেনরি আজ গড়েছেন ১০৪ রানের রেকর্ড জুটি। তাতেই পাকিস্তানের মাটিতে টেস্টে দশম উইকেটে সফরকারী দলের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড হয়ে গেলো।

দিনের শেষভাগে ব্যাটিং করতে নেমে তিন উইকেট হারিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৩ জানুয়ারি) তিন উইকেট হারিয়ে ২৯৫ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। ফিরে গেছেন আব্দুল্লাহ শফিক, শান মাসুদ ও অধিনায়ক বাবর আজম। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে লড়াই করছেন ১২৫ বলে ৭৪ রানে অপরাজিত থাকা ইমাম। উইকেটে তার  সঙ্গী সাদ সৌদ শাকিল।

এর আগে দিনের শুরুতে দ্বিতীয় ওভারেই ইশ সোধিকে ফিরিয়ে দেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। ফিফটি তুলে নিলেও দ্রুত ব্যক্তিগত ৫১ রানে ফিরে যান টম ব্লান্ডেল। পরের ওভারে টিম সাউদিকে ফিরিয়ে সকালটা পাকিস্তানের করে ফেলেন স্পিনার আবরার আহমেদ।

৩৪৫ রানে ৯ম উইকেট হারানোর পর লড়াই এজাজকে নিয়ে লড়াই শুরু করেন হেনরি। পাকিস্তানি পেসার হাসান আলির টানা তিন বলে এক ছক্কা ও দুই চার হাঁকিয়ে বড় ইনিংসে ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন।

মাত্র ৪২ বলেই তৃতীয় টেস্ট ফিফটি তুলে নেন হেনরি। শেষ পর্যন্ত তাকে পাকিস্তান আউটই করতে পারেনি। এজাজ পাকিস্তানি স্পিনার আবরারের শিকার হয়ে ফিরলে ভাঙে তাদের জুটি।

ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারায় পাকিস্তান। দলীয় ২৭ রানে হেনরির বলে ক্যাচ আউট হয়ে ফিরে যান শফিক। এরপর দারুণ শুরু করা শান মাসুদও বেশিক্ষণ টিকতে পারেননি। দলীয় ৫৬ রানে বিদায় নেন তিনি।

এরপর অধিনায়ক বাবরকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করছিলেন ইমাম। তবে দুর্ভাগ্যজনকভাবে ভেঙে যায় তাদের জুটি। দলীয় ৯৯ রানে অদ্ভুত ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন বাবর।

৯৯ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়লেও দিনের বাকি সময়ে শাকিলকে নিয়ে নির্বিঘ্নে পার করেছেন ইমাম।

Link copied!