বিশ্বকাপের ব্যর্থ হওয়ায় পর পাকিস্তান ক্রিকেটে এসেছে ব্যাপক রদবদল। বিশ্বকাপ শেষ না হলেও পাকিস্তান তাদের মিশন শেষ করে দেশে ফিরেছে। আর দেশে ফেরার পরই কোচ, টিম ডিরেক্টর,অধিনায়কসকলেই সরে গিয়েছে। কোচ না থাকায় আসন্ন নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই সিরিজের জন্য দলটির প্রধান কোচের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ হাফিজ।
বিশ্বকাপে ফেবারিট হিসেবে পা রেখেছিল পাকিস্তান। তবে ভারতের মাটিতে বাজে পারফর্মেন্স করায় লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে বাবর আজমের দলকে। বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় গত বুধবার (১৫ নভেম্বর) তিন ফরম্যাটের অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়ান বাবর নিজ থেকে।
বাবরের বিদায়ের পর দলের টিম ডিরেক্টর মিকি আর্থারও বিদায় নেন। সেদিনই দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়া হয় মোহাম্মদ হাফিজকে। এবার আরও বড় দায়িত্ব দেয়া হল পাকিস্তানের সাবেক অধিনায়ককে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তান দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হয়েছে সাকেব এই ক্রিকেটারকে।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, “পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে দলের পরিচালক ও প্রধান কোচের দায়িত্ব একজনকেই দেয়া হবে। সেই সিদ্ধান্তের অংশ হিসেবে তারা ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ আর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য প্রধান কোচ করেছে হাফিজকে।”
পাকিস্তানের হয়ে সবশেষ ২০২১ সালে খেলেছেন হাফিজ। পাকিস্তানের এই সাবেক ক্রিকেটারের আগে কোন কোচিং করার অভিজ্ঞতা নেই। তবুও তার হাত ধরেই নতুন এক প্রজন্মের সূচনা করতে চায় বোর্ড।
পাকিস্তানের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে ২১৮ ওয়ানডে, ৫৫ টেস্ট এবং ১১৯ টি-টোয়েন্টি খেলেছেন হাফিজ। এই তিন ফরম্যাট মিলিয়ে তার রান সংখ্যা সাড়ে ১২ হাজারের বেশি।