• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২, ০৭ মুহররম ১৪৪৬

প্রথম ওয়ানডের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২, ২০২৫, ১০:০৮ এএম
প্রথম ওয়ানডের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- বাসস

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেয়েছে টাইগার শিবির। অসুস্থতার কারণে মঙ্গলবার (১ জুলাই) দলের অনুশীলনে অংশ নিতে পারেননি লেগ স্পিনার রিশাদ হোসেন।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। তার ঠিক আগের দিন অনুশীলন মিস করায় রিশাদের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও দলীয় সূত্র জানিয়েছে, তার অবস্থা গুরুতর নয় এবং এখনো প্রথম ওয়ানডেতে খেলার সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, রিশাদ হোটেলেই আছেন। তাকে পর্যবেক্ষণ করছেন দলের চিকিৎসকরা। ম্যাচের দিন সকালে তার শারীরিক অবস্থা পুনর্মূল্যায়ন করা হবে।

সাম্প্রতিক সময়ে বল হাতে দারুণ ফর্মে আছেন রিশাদ হোসেন। টেস্ট সিরিজের হতাশাজনক পারফরম্যান্স ভুলে ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চাইছে বাংলাদেশ, যেখানে রিশাদকে ঘিরেই গড়া হচ্ছে বোলিং পরিকল্পনা। তার না থাকা মানে স্পিন আক্রমণে বড় ঘাটতি।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজের অধীনেই এই সিরিজ দিয়ে ওয়ানডেতে নতুন অধ্যায়ের সূচনা করছে বাংলাদেশ। মঙ্গলবার (১ জুলাই) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে একাদশ নিয়ে কিছু না জানালেও রিশাদের অনুপস্থিতি নিশ্চিত হলে বাড়তি একজন বোলার নিয়ে মাঠে নামার সম্ভাবনা রয়েছে।

 কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে প্রথম ওয়ানডে। তার আগে সকালে রিশাদের অবস্থা পর্যবেক্ষণ শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ ওয়ানডে দল :
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

Link copied!