• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৪ জ্বিলকদ ১৪৪৬

ফরচুন বরিশালে নাম লেখালেন মোহাম্মদ ওয়াসিম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৩, ২০২২, ০৪:৫৭ পিএম
ফরচুন বরিশালে নাম লেখালেন মোহাম্মদ ওয়াসিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) নিজেদের দল সাজিয়ে নিচ্ছে ফ্রাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় ৭ম ক্রিকেটার হিসেবে মোহাম্মদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে ফরচুন বরিশাল। ওয়াসিম দলটির ৬ষ্ঠ বিদেশি সাইনিং।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যারিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল। দলটিতে ওয়াসিম দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার।

ফরচুন বরিশাল এখন পর্যন্ত সাতজন ক্রিকেটারকে নিজেদের দলে ভিড়িয়েছে। এর মধ্যে একজন বাংলাদেশি ও বাকি ছয়জন বিদেশি ক্রিকেটার। দেশি ক্রিকেটারদের মধ্যে দলটির হয়ে খেলবেন সাকিব আল হাসান।

ছয়জন বিদেশি ক্রিকেটারের মধ্যে আছেন- ক্রিস গেইল, রাহকিম কর্নওয়েল, করিম জানাত, ইব্রাহিম জাদরান,মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও ইফতিখার আহমেদ।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৪৬ ম্যাচে ৫৭ উইকেট শিকার করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে ২২ ম্যাচে তার শিকার ৩২ উইকেট। ৮ ওয়ানডেতে নিয়েছেন ১২ উইকেট।

Link copied!