• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২, ১৯ মুহররম ১৪৪৬
কাতার বিশ্বকাপ

মাঠে নামলেই ম্যারাডোনাকে স্পর্শ করবেন মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২, ০৩:৪২ পিএম
মাঠে নামলেই ম্যারাডোনাকে স্পর্শ করবেন মেসি

হট ফেভারিট হিসেবে বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই সৌদি আরবের বিপক্ষে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। ফলে যে ম্যাচে শেষ ষোলোর পথ সহজ করার কথা ছিল সেই ম্যাচে পার হড়কিয়ে কঠিন করে ফেলেছেন লিওনেল মেসির দল।

তবে প্রথম ম্যাচ হারলেও প্রথম আর্জেন্টাইন হিসেবে চার বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়েছিলেন মেসি। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাতে অঘোষিত নকআউট ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে আর্জেন্টিনা।

মেক্সিকানদের বিপক্ষে আজ রাতে মাঠে নামলেই আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সাবেক কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড স্পর্শ করবেন মেসি।

এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে সর্বোচ্চ ২১ ম্যাচ খেলেছেন ম্যারাডোনা। যেটা আর্জেন্টাইন হিসেবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড। অন্যদিকে মেসি এখন পর্যন্ত চলতি সৌদি আরব ম্যাচ সহ বিশ্বকাপে ২০ ম্যাচ খেলেছেন।

আজ রাতে মেক্সিকোর বিপক্ষে ২১তম ম্যাচ খেলবেন মেসি। অর্থাৎ রাত একটায় মাঠে নামলেই নতুন রেকর্ডে ম্যারাডোনের পাশে বসবেন আর্জেন্টিনা অধিনায়ক।

তবে এসব রেকর্ডের চিন্তা করার সময় কই মেসির কাছে! মেক্সিকোর বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে আর্জেন্টিনার জন্য জয়টা যে খুবই প্রয়োজন। জয় ছাড়া যে কোনো কিছুই আজকে রাতেই আর্জেন্টিনাকে বিদায় বলে দিতে পারে বিশ্বকাপ।

Link copied!