• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মেসির ঘোষণায় মিয়ামির টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ০২:১০ পিএম
মেসির ঘোষণায় মিয়ামির টিকিটের দাম বেড়েছে ১০৩৪ শতাংশ

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লিওনেল মেসি প্যারিস ছেড়ে মিয়ামিতে যাওয়ার ঘোষণা দেন। বুধবার সেকেন্ডারি মার্কেটে ইন্টার মিয়ামির টিকিটের দাম বেড়েছে। কারণ ভক্তরা মার্কিন মাটিতে আর্জেন্টাইনের দুর্দান্ত খেলা দেখার সুযোগের জন্য দাবি করেছিল।

মেসি মেজর লিগ সকার দলে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন, যা তিনি পরে নিশ্চিত করেছিলেন। বুধবারের প্রথম দিকে রিপোর্টের পর টিকিটের দাম বেড়েছে।

দলের সাথে মেসির প্রথম খেলা ২১ জুলাই হতে পারে। ইন্টার মিয়ামি ফোর্ট লডারডেলে লিগ কাপের উদ্বোধনী ম্যাচে ক্রুজ আজুলের বিপক্ষে খেলতে পারে।

মঙ্গলবার সেই ম্যাচের জন্য একটি টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল মাত্র ২৯ ডলার কিন্তু বুধবার মূল্য ৩২৯ ডলার-এ পৌঁছেছে। যা বেড়ে হয়েছে ১,০৩৪%।

টিকপিকের ব্র্যান্ড ম্যানেজার কাইল জর্ন বলেছেন, মিয়ামির জার্সিতে মেসির প্রথম ম্যাচটি সম্ভবত রেকর্ডের সবচেয়ে ব্যয়বহুল এমএলএস ম্যাচ হবে।

তিনি বলেন, "মেসি ইন্টার মিয়ামির দিকে ঝুঁকছেন, এমন খবর প্রকাশের পরই আমরা দেখেছি কীভাবে টিকিটের দাম লাফিয়ে বেড়ে যায়।"

 

Link copied!