• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
সাফ নারী চ্যাম্পিয়নশিপ

মেয়েদের ‘নির্ভার’ থেকে খেলার পরামর্শ মাশরাফির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২২, ০১:৪৪ পিএম
মেয়েদের ‘নির্ভার’ থেকে খেলার পরামর্শ মাশরাফির

২০০৩ সালের পর বাংলাদেশের ফুটবলে নেই বলার মতো কোনো সাফল্য। মাঝে বয়সভিত্তিক দলগুলো সাফল্য এনে দিলেও পুরুষ কিংবা নারী দলের অর্জনের খাতার পুরোটাই শূন্য। এবার সেই খরা কাটাতে একধাপ পেছনে আছে বাংলাদেশের মেয়েরা। নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের হারাতে পারলেই শিরোপা উঠবে বাংলাদেশের হাতে। লাল-সবুজের প্রতিনিধিরা হবে দক্ষিণ এশিয়ার সেরা।

২০১৬ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেবার ভারতের কাছে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার আবারো শিরোপা তুলে ধরতে মাত্র একটি সিড়ি বেয়ে উঠার অপেক্ষা। এই সময়েই মেয়েরা তাদের পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে।

সাবেক এই অধিনায়ক মেয়েদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন। বলেছেন, নির্ভার হয়ে ফাইনাল উপভোগ করতে। নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্টে মাশরাফি বলেন, “অভিনন্দন তোমাদের, যা কিছু করেছ, তার জন্য। চাপ নয়, নির্ভার হয়ে খেলাকে উপভোগ করো আজ। শুভকামনা বাংলাদেশ।”

এর আগে নারী ফুটবল দলের অন্যতম সেরা ফুটবলার সানজিদা আকতার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছিলেন নিজেদের সংগ্রামের কথা। সেই সংগ্রামের জন্যই শিরোপা জিততে মরিয়া বলে জানিয়েছিলেন।

ওই পোস্টের পর মাশরাফি সানজিদাদের অনুপ্রেরনা জুগিয়ে লিখেছেন, “বাবাকে হারিয়ে,মার শেষ সম্বল আর বোনের অলংকার দিয়ে তোমরা বাংলাদেশকে অলংকৃত করেছ। নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে পারার চেয়ে, এক জীবনে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না।”

সোমবার (১৯ সেপ্টেম্বর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের মুখোমুখি হবে সানজিদা-স্বপ্নারা। এর আগে টুর্নামেন্টের ফাইনালে উঠার পথে কোনো গোল হজম করেনি। ফাইনালে নিজেদের জাল অক্ষত রাখতে পারলে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। এমনটাই প্রত্যাশা ১৬ কোটি বাংলাদেশির!

Link copied!