• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পাকিস্তানকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতাতে চান মালিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৭:১৪ পিএম
পাকিস্তানকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতাতে চান মালিক
শোয়েব মালিক। ছবি : সংগৃহীত

পাকিস্তানের জার্সি গায়ে ২০২১ সালের নভেম্বরে মিরপুরে শেষবারের মতো টি-টোয়েন্টি খেলেন পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক। এরপর আর তাকে দেখা যায়নি দলটিতে। তবে, জাতীয় দলের হয়ে না খেললেও নিয়মিত খেলে যাচ্ছেন ফ্রাঞ্চাইজি লিগ। এবার এই ক্রিকেটার জানালেন পাকিস্তানের হয়ে জিততে চান ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রায় ৪২ বছরে পা দেওয়া মালিক এখনো ধরে রেখেছেন নিজের ফিটনেস। 

সম্প্রতি পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরার ইচ্ছা জানিয়ে মালিক বলেন, “আমি পাকিস্তানের হয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে চাই। আমার শারীরিক ফিটনেস নিয়ে কোনো সমস্যা নেই। আমি যখন কমবয়সী ছিলাম, তখনকার মতোই ফিট আছি এখনও। পিসিবি যখনই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি পাকিস্তানের হয়ে খেলার জন্য প্রস্তুত থাকব।”

শোয়েব মালিক

এর আগে দেশের হয়ে টি-টোয়েন্টিতে খেলার ইচ্ছাপ্রকাশ করেছিলেন শোয়েব মালিক। তিনি আন্তর্জাতিক টেস্ট এবং ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চে নামার জন্য তার সামনে কেবল সুযোগ ২০ ওভারের ফরম্যাট। কিছুদিন আগে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গিয়ে অভিজ্ঞ এই অলরাউন্ডার বলেছিলেন, “আমি টেস্ট এবং ওয়ানডে থেকে অবসর নিয়েছি। খেলা ছাড়ার সময়ও আমার ব্যাটে রান ছিল। আমি এখনও পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি খেলতে চাই। তবে আমি আশা করি না যে অধিনায়ক বা বোর্ডের কেউ আমাকে খেলতে ডাকবে। আমার কোনো আশাও নেই এখন। তবে আমি ততদিন খেলে যাব, যতদিন আমার ইচ্ছা করবে।”

টি-টোয়েন্টি ফরম্যাটের ইতিহাসে সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান মালিকের দখলে। ৫১৫ ম্যাচে ৩৬.২৫ গড়ে ১২,৬৮৮ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ১২৭.৬৮। কোনো সেঞ্চুরি এখনও না পেলেও মালিক ৭৯টি হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া পাকিস্তানের জার্সিতে ১২৪ টি-টোয়েন্টিতে ৩১.২১ গড়ে ও ১২৫.৬৪ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২৪৩৫ রান।

Link copied!