দিল্লি থেকে নিজ বাড়ি উত্তরাখণ্ডে ফেরার পথে দেরাদুনে মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতীয় উইকেটরক্ষক ঋষভ পান্ত। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে দেশের ফেরার পর বাড়ি ফিরছিলেন তিনি।
তবে যাত্রাপথের মাঝে মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ঋষভকে। তার দ্রুত সুস্থতা কামনায় শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার।
বাংলাদেশি ব্যাটার লিটন কুমার দাস ফেসবুকে নিজের পেজে ঋষভকে নিয়ে পোস্ট করেছেন। সেখানে ঋষভের আহত ছবি দিয়ে লিটন লিখেছেন, “ ঋষভ পান্তের সাথে প্রার্থনা। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।”
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের ঋষভের সতীর্থ বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান সহমর্মীতা জানিয়েছেন। ফেসবুকের নিজের পেজে তিনি লিখেছেন, “মর্মান্তিক খবর শুনে মর্মাহত। ঋষভ পান্তের জন্য আমার প্রার্থনা। তার দ্রুত আরোগ্য কামনা করছি। তাড়াতাড়ি সুস্থ হও ভাই।”
আরেক বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ লিখেছেন, “তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন ঋষভ পান্ত ভাই। সবাই তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন।”