• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৫
এশিয়া কাপ

ছিটকে গেলেন লিটন, ডাক পেলেন এনামুল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৩, ১০:৩৪ এএম
ছিটকে গেলেন লিটন, ডাক পেলেন এনামুল
ছবি: সংগৃহীত

জ্বর থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশ দলের সহ-অধিনায়ক লিটন দাস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন। তার বদলে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। বুধবার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

২৭ আগস্ট টাইগাররা এশিয়া কাপ খেলার জন্য শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু লিটন জ্বরের কারণে দলের সঙ্গে যেতে পারেননি। এরপর থেকেই শোনা যাচ্ছিল তিনি লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচটা মিস করতে পারেন। আজ বিসিবি নিশ্চিত করল, টুর্নামেন্টেই খেলা হচ্ছে না তার।

তামিম ইকবাল না থাকা ওপেনিংয়ে বাংলাদেশ দলের জন্য নিঃসন্দেহে এটা বড় ধাক্কা। এরপর লিটন জ্বরের কারণে দলের সঙ্গেও যেতে পারেননি। আর টাইগারদের স্ট্যান্ডবাই ওপেনার ছিলেন সাইফ হাসান। তিনিও ডেঙ্গুতে আক্রান্ত। তাই এখন ওপেনিংয়ে সাকিবের দলের শেষ ভরসার নাম বিজয়।

দলে ডাক পাওয়া এনামুল ৪৪টি ওয়ানডে খেলে তিনটি সেঞ্চুরিতে রান করেছেন ১ হাজার ২৫৪। সর্বশেষ জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। এই ব্যাটার বুধবারই দলের সঙ্গে যোগ দিবেন।  

এই উইকেটরক্ষক ব্যাটারের দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনাজুল আবেদীন বলেছেন, “ঘরোয়া ক্রিকেটে সে রানের মাঝে ছিল। তাকে আমরা পর্যবেক্ষণেও রেখেছিলাম। ফলে সে আমাদের বিবেচনায় সব সময় ছিল।”

লিটন না থাকায় এনামুলের মতো একজনকেই খুঁজছিল বিসিবি। যিনি ব্যাটিংয়ের পাশাপাশি কিপিংটাও করতে পারেন। প্রধান নির্বাচক জানিয়েছেন, “লিটনের না থাকায় আমাদের একজন টপ অর্ডার ব্যাটার প্রয়োজন ছিল যিনি কিপিংও করতে পারেন। সেজন্যই এনামুলকে নেওয়া।”

পাল্লেকেলেতে বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৩ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের পরের ম্যাচ খেলতে যাবে পাকিস্তান।

এশিয়া কাপে বাংলাদেশ দল

সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, নাঈম শেখ, শামীম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব ও এনামুল হক বিজয়।

Link copied!