• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

বেঙ্গালুরুকে ২২৩ রানের টার্গেট দিল কলকাতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৪, ০৬:১০ পিএম
বেঙ্গালুরুকে ২২৩ রানের টার্গেট দিল কলকাতা
মাত্র ১৪ বলে ৪৮ রান করেন ফিল সল্ট। ছবি : সংগৃহীত

চলতি আইপিএলে রোববার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পয়েন্ট তালিকার তিন নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স এবং শেষ বা দশ নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

ইডেন গার্ডেন্সে টসে জিতে স্বাগতিক কলকাতাকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় বেঙ্গালুরু।

ব্যাট করতে নেমে কলকাতা ৬ উইকেটে ২২২ রান করে। দলের পক্ষে শ্রেইস আয়ার ৩৬ বলে ৫০, ফিল সল্ট ১৪ বলে ৪৮, আন্দ্রে রাসেল ২০ বলে অপরাজিত ২৭, রমনদ্বীপ ৯ বলে ২৪ এবং রিংকু সিং ১৬ বলে ২৪ রান করেন।

বেঙ্গালুরুর বোলারদের মধ্যে ইয়াস ডায়াল ও ক্যমেরুন গ্রিন ২টি করে উইকেট লাভ করেন।    

কলকাতা ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে রাজস্থান রয়্যালস (১২ পয়েন্ট) এবং সানরাইজার্স হায়দরাবাদের (১০ পয়েন্ট) পেছনে রয়েছে।

এই ম্যাচ জিতলে কলকাতা হায়দরাবাদের পাশে চলে আসবে। আর ৭ ম্যাচে মাত্র ২ পয়েন্ট পাওয়া বেঙ্গালুরু জিতলে পাঞ্জাব কিংসের সঙ্গে যৌথভাবে নবম স্থানে থাকবে তারা। পাঞ্জাবের সংগ্রহ ৪ পয়েন্ট।

বাকি দলগুলোর মধ্যে চেন্নাই সুপার কিংস ৮, লখনৌ সুপার জায়ান্টস ৮, মুম্বাই ইন্ডিয়ান্স ৬, দিল্লি ৬ পয়েন্ট পেয়েছে।

রোববার রাত ৮টায় দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংস।

 

 

Link copied!